ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ইসলামপুরে জামায়াতে যোগদান করা সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

জামালপুরে ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন বিএনপি দল পাল্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

রবিবার (২০এপ্রিল)রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের স্বাক্ষরিত একটি চিঠি আলী হোসেন বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ রয়েছে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সহ-সভাপতি জনাব মোঃ আলী হোসেন,আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন। যার ফলশ্রুতিতে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় আদর্শ পরিপন্থী কর্মকান্ডের কারণে আপনাকে ইসলামপুর উপজেলা শাখার সহ সভাপতি সহ সকল প্রকার পদ থেকে অব্যাহতি দিয়ে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হইলো।

উল্লেখ্য যে,গত ১১ই এপ্রিল বাংলাদেশ জামায়াতের ইসলাম উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন আলী হোসেন। এ সময় জামায়াতের কেন্দ্রী কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড.সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড.সামিউল হক ফারুকী।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে,উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন,আদর্শ পরিবর্তন করে ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া দলের শৃঙ্খলার পরিপন্থী। তাই কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি থেকে বহিষ্কারের ব্যাপারে জানতে আলী হোসেনের সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত মুঠোফোনটিতে বারবার কল করা হরেও তাকে পাওয়া যায়নি।

329 Views

আরও পড়ুন

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল