কক্সবাজার প্রতিনিধি:
২২ এপ্রিল (মঙ্গলবার ) বিকাল ৩ টায় কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফ উদ্দীন শাহীনের সাথে জামায়াতের একটি প্রতিনিধিদল সাক্ষাত করেন।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামাল, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সদর সেক্রেটারি আজিজুর রহমান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমীর হোসাইন প্রমুখ।
পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব খান, অলক বিশ্বাস ও জসিম উদ্দীন।
সাক্ষাতকারে জামায়াত নেতৃবৃন্দ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশিং তৎপরতা জোরদার করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।