রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব জননেতা এএসএম আব্দুল হালিমের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে শনিবার (১৯এপ্রিল) বিকালে জামালপুরের ইসলামপুরে সাপধরীর মন্ডলপাড়া বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজি শাহজান আলী মন্ডল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান(২)মোজাফর প্রামানিক। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ হারু প্রামানিক,যুবদল নেতা হেলাল উদ্দীন,শাকিল আহম্মেদ চৌধুরী,এনা মন্ডল,রেজাউল প্রামানিক,দুদু আকন্দ,মকর আলী প্রামানিক,শহিজল বেপারী,আকবর প্রামানিক, তোরাপ শেখ,মোজাহার প্রামানিক প্রমুখ।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন,সাপধরী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আদ্বর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে সাবেক মন্ত্রী পরিষদ সচিব জননেতা এএসএম আব্দুল হালিমের নির্দেশে স্বচ্ছ রাজনীতির চর্চায় ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। তিনি সুশিক্ষা,সততা,ন্যায়পরায়নতা ও দূর্ণীতি বিরোধী আদ্বর্শের মুর্তপ্রতিক এবং স্বচ্ছ রাজনীতির মডেল। এ-ই ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আব্দুল হালিম এর স্বচ্ছ রাজনীতির প্রতি শতভাগ আস্থাশীল বিএনপির সিংহভাগ নেতাকর্মীরা আব্দুল হালিমের নির্দেশে স্বচ্ছ রাজনীতির চর্চায় ঐক্যবদ্ধ।