নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আজ শনিবার (১৯ এপ্রিল) ৩৯৭, ৩৯৮ ও ৩৯৯তম কাব ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম পিটিআইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট শাহীন আকতার চৌধুরী।
চট্টগ্রাম মেট্টোপলিটন জেলা স্কাউটসের সহযোগিতায় অনুষ্ঠিত কোর্সে বিশেষ অতিথি ছিলেন পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট রুবিনা পারভীন, ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা) ফারুক হোসেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহনেওয়াজ আলী মির্জা, সাবেক সম্পাদক এম মিজানুর রহমান, সহসভাপতি পার্থ প্রতিম দাশ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ছালেহ আহমদ পাটোয়ারী, চট্টগ্রাম জেলা স্কাউটসের সহসভাপতি মো. ইকবাল হোসেন, মেট্রোপলিটনের সম্পাদক মো. মিজানুর রহমান।
স্কাউটার মোহাম্মদ ওবাইদুল্লাহর সঞ্চালনায় এতে প্রশিক্ষক ছিলেন স্কাউটার সালেহা বেগম, মো. আলী, মো. ফারুক ইসলাম, সানজিদা আজাদ, হাবিবা ফেরদৌস আরা খানম প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে চট্টগ্রাম পিটিআইয়ের ১৫০ জন বিটিপিটি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।