রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃত ওই যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উপজের রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো ভুক্তভোগী ওই কিশোরী। এসময় অভিযুক্ত তাহের কিশোরীকে জোরপূর্বক তার ঘরে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা করে। এসময় কিশোরীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তাহেরকে বেঁধে রাখে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তাহেরকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।