ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. সর্বশেষ

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গনধর্ষণ : আটক ২ যুবক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটির চাদগাঁও থানা এলাকায় ১৪ বছরের কিশোরাীকে গনধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে।

চাদগাঁও থানা পুলিশ সুত্রে জানা যায় — গত ১৫ এপ্রিল ২০২৫ ইং দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার সময় কক্সবাজার হইতে চট্টগ্রামে যাত্রীবাহি বাস গাড়ী যোগে যাওয়ার সময় গাড়ীর চালক, সুপার ভাইজার ও হেলপার মিলে ১৪ বছরের কিশোরীকে চট্টগ্রাম শহরে নিয়ে আসে।

একই তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকা হইতে ইং ১৬ এপ্রিল ২০২৫ তারিখ রাত অনুমান ০৪:১০ ঘটিকা পর্যন্ত ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালস্থ বহদ্দারহাট-কালুরঘাটগামী রাস্তার উপর যাত্রীবাহি বাস গাড়ীর ভিতর বর্ণিত গাড়ীর চালক, সুপার ভাইজার ও হেলপারগণ ভিকটিম’কে পালাক্রমে গণধর্ষন করে।

ভিকটিম কিশোরীর(১৪) অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। মোঃ লোকমান @ তারেক (২৬) (গাড়ী চালক), পিতা-মোঃ শামশুল ইসলাম, মাতা-নুর নাহার বেগম, সাং-উত্তর পুরান ঘর, আইয়ুব এর বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ হানিফ (৩৬) (হেলপার), পিতা-হাফেজ আহাম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং-মাদবর পাড়া, মাতবরের বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-লোহগাড়া, জেলা-চট্টগ্রামকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অপর পলাতক আসামী মোঃ মোবারক হোসেন (সুপার ভাইজার) সহ ভিকটিম কিশোরীকে উল্লেখিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে পালাক্রমে ধর্ষন করিয়াছে মর্মে স্বীকার করে।

পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রযেছে বলে থানা পুলিশ জানান।

ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।

136 Views

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়

ইউএনও অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচারের ঘটনায় মামলা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে জায়গা পরিবর্তনের কোন সুযোগ নাই ——————-সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের

বোয়ালখালীতে ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সাগর পথে মিয়ানমারে পাচারকালে৬০০বস্তা সারসহ ট্রলার জব্দ,আটক-১০

জামালপুরে নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি 

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত 

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত