নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
খুলনা মহানগরের খালিশপুর থানা ছাত্রদলের মোঃ ফয়সাল বাপ্পিসহ মহানগরের নেতৃবৃন্দ উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন। গত ১০ এপ্রিল, ২০২৫ শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। উপহার সামগ্রী পেয়ে খুশি শিক্ষার্থীরা।
এ বিষয়ে ছাত্রদল নেতা মোঃ ফয়সাল বাপ্পি বলেন, আমাদের নেতা রকিবুল ইসলাম বকুল সবসময়ই চেষ্টা করেন মানুষের পাশে থাকার জন্য, তরুণ সমাজ-শিক্ষার্থীদের পাশে থাকার। তারই অংশ হিসেবে আমরা শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের কার্যক্রমে অংশ নিতে পেরে আনন্দিত।