ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. সর্বশেষ

ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১:২১ পূর্বাহ্ণ

Link Copied!

পটিয়া সংবাদদাতাঃ

মুদি দোকানের আড়ালে যেন ইয়াবার পাইকারি দোকান!

মুদি দোকানের আড়ালে ইয়াবার রমরমা বাণিজ্যের অভিযোগে ২ সহোদরকে আটক করেছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে পটিয়া উপজেলার মনসারটেক শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা মোশারফ আলীর বাড়ীর মৃত জালাল আহম্মদের ছেলে জসিম উদ্দিন বাঁচা (৪২) ও তার ভাই মোঃ জামাল উদ্দিন মিন্টু (৪৮)।

জানা গেছে, মনসারটেক এলাকায় শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল জসিম উদ্দিন বাঁচা ও তার ভাই মোঃ জামাল উদ্দিন মিন্টু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে জসিম উদ্দিন বাঁচার দেহ তল্লাশি করে ৩৪৯ পিস ও তার দেখানোমতে দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জসিম উদ্দিন বাঁচা ও মোঃ জামাল উদ্দিন মিন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগেও তাদের ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে তাদের আরেক ভাই জিয়া উদ্দিন বাবলু এই ইয়াবা ব্যবসার মুল হোতা। তাকে ধরতে আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল। এর আগে তার বাসায় অভিযান পরিচালনা করা হলে তার পরিবারের সদস্যরা কৌশলে টয়লেটে ইয়াবা ফেলে দেয়।

গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই দোকানে অভিযান চালিয়ে প্যাকেটজাত ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রকিয়াধীন। এছাড়া মুলহোতা জিয়া উদ্দিন বাবলুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

153 Views

আরও পড়ুন

জামালপুরে নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি 

ইসলামপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত 

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

আমরা কি সামাজিকভাবে অবক্ষয়ের পথে হাঁটছি?

কাপাসিয়ায় মহান মে দিবস উপলক্ষে ছাত্র শিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়: মাওলানা দেলওয়ার হোসেন

হিউম্যান রাইটস ওয়াচ’ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন,সভাপতি শহীদুল,সম্পাদক আবু সঈদ

ফেনীতে এবি পার্টির সাবেক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জামায়াতের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

নাফনদী থেকে৪রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া ইজিবাইকে মিলল৫০হাজার ইয়াবা

কাপাসিয়ায় সিভিল সার্জনকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের ফরমায়েশি মানববন্ধন