filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া মোকামবাড়ী সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
শুক্রবার (৪ এপ্রিল) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী বিওপির সদস্যরা গাছগড়া মোকামবাড়ী এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করে।
বিজিবি জানিয়েছে, আটককৃত ৯টি গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৫৫ হাজার টাকা। এ দিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।