বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী বোয়ালখালী উপজেলা শাখা ও মওলা সুলতানপুরী (ক.) ছাত্র-যুব পরিষদের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহসুফি মাওলানা শেখ ছৈয়দ আবু মুহাম্মদ আরেফ বিল্লাহ সুলতানপুরী (ক.) স্মরণে পৌরসদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান মেহমানে আলা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহসুফি আলহাজ মাওলানা মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী।
সংগঠনের সভাপতি আবুল হাসেম মতির সভাপতিত্বে ও কাজী আ.ন.ম মোজাম্মেল বাবুলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন হাফেজ ফারুক আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি নুরুল ইসলাম নুরু, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, শাহ আলম বাবলু, সংগঠনের উপদেষ্টা মো. কামাল উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন, আবু তৈয়ব, সুফি মো. ইসমাইল ফকির, মো. আরেছ মিয়া, মোহাম্মদ সেলিম (বালি), মোহাম্মদ ইসমাইল, মো. শাহজাহান কন্ট্রাক্টর প্রমুখ।