বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর, টঙ্গী পূর্ব থানা, ৫৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ১০টায় টঙ্গী বাজারস্থ জামায়াত কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ২০০-এর বেশি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সভাপতি হোসেন আলি।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন।
ওয়ার্ড আমীর মাওলানা ওবায়েদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মো. মাসুদ আলম, সমাজকল্যাণ সেক্রেটারি মো. আব্দুর রহমানসহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হোসেন আলি বলেন, “রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় জনকল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমরা গাজীপুরে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করব।”
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নিম্নআয়ের মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।