মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী থেকে
গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী ”টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবি সমবায় সমিতি’র উদ্যোগে টঙ্গী থানা প্রেসক্লাব রোডে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
সংগঠনের আহবায়ক মো. মোসারফ হোসেন সরকারে সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারাফাত হোসেন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
হামিদুর রহমান মলিন আহবায়ক উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক টংঙ্গীস্থ ময়মনসিংহ শ্রমজীবী সমিতি, হুমায়ুন কবির সদস্য সচিব উদযাপন কমিটি ও যুগ্ন আহবায়ক টংঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতি। অন্যান্যদের মধ্যে অবস্থিত ছিলেন
নজরুল ইসলাম,শেখ মোঃ মানিক,মোঃ আশরাফুল ইসলাম, ফজলু মোল্লা, মোঃ রফিক,লিটন মৃধা,মোঃ আজিজুল, মোঃ মাসুদ, মোঃ স্বপন,মোঃ আরিফিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সালাউদ্দিন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের দোয়া চান।
উপস্থিত সকল ও দেশবাসীকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। আলোচনা সভা শেষে দোঁয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়।