মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী থেকে
পবিত্র রমজান উপলক্ষে গাজীপুর সিটির ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল
মঙ্গলবার টঙ্গীর সুরতরঙ্গ রোড, দক্ষিণ আউচপাড়ায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ মুহাম্মদ আলেক,বিএনপি নেতা রাজু মাস্টার, বিএনপি নেতা সেলিম বেপারী, যুবদল নেতা মাহবুব মিয়াজী বিএনপি নেতা মুহাম্মদ শামীমসহ বিএনপি নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
মাহফিলে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতারা বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস, এই মাসের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করতে হবে।