স্টাফ রিপোর্টার : মির্জা নাদিম
ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে ২০০৭ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন মধ্যম মাছিমপুর-মোহাম্মদপুর সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের নিম্নবিত্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই এবারও প্রবাসী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় ৪০টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর তালিকায় ছিল, চোলা ২ কেজি, মুড়ি ১ কেজি, চিনি ১ কেজি, খেজুর ১ কেজি, চিড়া ১ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, রসুন ½ কেজি, সেমাই ১-২ প্যাকেট।
লবণ ১ কেজি, তেল ১ লিটার
সংগঠনের সদস্যরা বলেন,”আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। প্রতিবছরই আমরা চেষ্টা করি তাদের জন্য কিছু করার। এই ইফতার বিতরণ তারই একটি অংশ। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, যারা এই মহৎ কাজে আর্থিক ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের দান কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন। সমাজকল্যাণমূলক এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।