শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের সচেতন যুবসমাজ এক চিহ্নিত মাদক কারবারিকে ইয়াবা সহ ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার বিকালে স্থানীয় লোকজনের সহায়তায় সচেতন যুবসমাজ উপজেলার নাশেরা গ্রামের (দক্ষিণ পাড়া) আলাউদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমকে ( ৫০) কয়েক পিস ইয়াবা সহ আটক করে খুঁটির সাথে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেয়।
পরে কাপাসিয়া থানার এস আই জাকির হোসেন ঘটনা স্থলে এসে মাদক কারবারিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় আলমের কাছ থেকে ইয়াবা কিনে মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় এলাকার যুবসমাজ পার্শ্ববর্তী বেগুনহাটি গ্রামের এক যুবককে আটক করে কাপাসিয়া থানায় খবর দেয়। পরে এসআই মনির হোসেন ঘটনাস্থলে এসে আটককৃত যুবককে জিজ্ঞেস করলে আলমের কাছ থেকে দুই পিস ইয়াবা কেনার কথা স্বীকার করেন। থানা পুলিশ ওই যবককে রাতেই থানায় নিয়ে যায় এবং পরে কোর্টে চালান করে।
স্থানীয় লোকজন জানান, রবিবার সন্ধ্যায় ইয়াবা সহ এক যুবককে আটকের সময় ইয়াবা বিক্রেতা আলম( ৫০) দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ আলমের বাড়ি তল্লাশি করে তার ছেলের রুম থেকে মাদক সেবনের নানা উপকরণ জব্দ করে। এ সময় আলমের দ্বিতীয় স্ত্রী তার বাড়িতে বিভিন্ন মানুষের আসাযাওয়ার কথা স্বীকার করেন।
আজ সোমবার বিকেলে এলাকার যুবসমাজ আলমকে কয়েক পিস ইয়াবা সহ আটক করে এবং থানা পুলিশকে খবর দেয়। পরে কাপাসিয়া থানার এসআই জাকির হোসেন মাদক ব্যবসায়ী আলমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাশেরা গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক তানভীর আহমেদ পুলক জানান, আলম ও তার পরিবার দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। বাড়ি সংলগ্ন পোল্ট্রি ফার্মের সাথে নামে মাত্র একটি টোন দোকান দিয়ে সেই টোন দোকানের আড়ালে সে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। তার মাদক কারবারের বিষয়টি এলাকায় বহুল আলোচিত। এ বিষয়ে পাড়ার জামে মসজিদের ইমাম ও খতিব মাদক বিরোধী ওয়াজ করলে যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। তারাবির ইমাম মাদক কারবারি আলমকে ধরার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও তিনি জানান।
স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।