আবুল কাসেম -মহেশখালী, ককসবাজার।
শাপলাপুর ২নং ওয়ার্ডে রিক ম্যানেজার জনাব মো:কাউচার(৩৭)কে গুলি করে, কুপিয়ে ২লক্ষ টাকা নিয়ে পলাতক।
সংঘবদ্ধ ডাকাতদল জেএমঘাট ঢালায় গু’লি করে ৩জনের একটি টিম পালিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারী বিকাল ৪ টায়। বর্তমানে তিনি বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। গু’লি’বি’দ্ধ কাউছারের বাড়ি শেরপুর জেলার নগরকান্ধা উপজেলার উত্তর বগনাতপুর ইউনিয়নের আবদুল আজিজ শেখের পুত্র।
তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে গত ১৩ জুলাই ২০২৪ ইং তারিখ থেকে যোগদান করেন।
নিয়মিত অফিসিয়াল কাজ হিসেবে তিনি বিকাল ৩টায় জেএম ঘাঁট ৩টি কেন্দ্রের মধ্যে ২টির কাজ শেষ করে ৩য় কেন্দ্রে যাওয়ার পথে পাহাড়ের ঢালায়, মেইন রোড থেকে প্রায় ১কি.মি ভেতরে ৩জন ডাকাত অস্ত্রসহ তাকে কুপিয়ে, গুলিকরে ব্যাগ থেকে ২লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়, এলাকার লোকজন চিত্কার শুনে বেরিয়ে আসে,তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতাল ভর্তি করান।
ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা ওসি জনাব কাউচার হামিদ দ্রুত পুলিশের একটি টিম পাটায়, শাপলাপুর বিট ইনচার্জ জনাব মোশাররফ হোসেন ঘটানার স্থান পরিদর্শন করেন এবং বদরখালী হাসপাতালে গিয়ে সরসরি ভিকটিমের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরে স্থানীয় ডা.মানিক,চৌকিদার, সাইফুদ্দিন সাইফসহ এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এবং দ্রুত আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও তিনি জানান।
আহত রিক ম্যানেজার মো:কাউচারকে উন্নত চিকিৎসার জন্য ককসবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ককসবাজার জেলা পুলিশ সুপার ফোন করে বলেন।