স্টাফ রিপোর্টারঃ
২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শান্তিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন সূর্য সন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা অনেক।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটের একুশের প্রথম প্রহরে নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহীদদের। একে একে শ্রদ্ধা নিবেদন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা,সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তারিক জামিল অপু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ৷
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।