ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

রংপুরে অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
রংপুর ব্যুরো
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

Link Copied!

রংপুরে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া। এ ছাড়া মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী রায়হানুল ইয়ামিন ও রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ভিন্নজগত এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। এর আগে একই দিন সন্ধ্যায় পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে এবং মিঠাপুকুরে বড় মির্জাপুর গ্রাম থেকে আওয়ামী লীগের কর্মী রায়হানুল ইয়ামিন গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আজ শুক্রবার ভোররাতে রংপুর মহানগরীর কলেজ রোড লালবাগ এলাকা থেকে জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারপিট, ভয়ভীতি দেখানোসহ হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত

ডুলাহাজারা ডিগ্রি কলেজে পরিবহনের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা আদায়