ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজারে বিশিষ্টজনের সাথে মতবিনিময়কালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

“আমরা বাংলাদেশ কে প্রাণের চেয়েও ভালোবাসি”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান আল্লাহ তা’য়ালার অশেষ নিয়ামতে পরিপূর্ণ। অসৎ ও দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চাঁদাবাজি একটি ঘৃণিত কাজ।

চাঁদাবাজি কে করছে সেটা বড় কথা নয়, চাঁদা যে হারাম আমাদের জন্য সেটাই বড় বিষয়।

তিনি আরো বলেন, ক্ষমতায় গিয়ে চেয়ার দখল করা, মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়া আমাদের স্বপ্ন নয়। আমরা দেশকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। সোনার দেশ ভাল থাকুক-এটাকে ভাল রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য।

আওয়ামী সরকারের নির্যাতনে জামায়াত নেতাকর্মীদের বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমীরে জামায়াত আরো বলেন, সকল ইসলামী দলকে ঐকব্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবেনা।
বক্তৃতা শেষে তিনি শহীদি মৃত্যু চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।

জেলা সেক্রেটারি জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

অন্যদের মধ্যে সাবেক পৌর কাউন্সিলর উদয় শংকর পাল মিটু, সাবেক জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার শাখার সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক আমীর মোহাম্মদ আলী, নাগরিক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন। খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ মুছা প্রমুখ।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি হাফেজ মাওলানা ছালামত উল্লাহ, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সাত শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স