শান্তিগঞ্জে যুব সমাজের উদ্যোগে যাটোর্ধ্ব মুরুব্বি,প্রবাসী ও কবর খোড়কদের বিশেষ সম্মাননা অনুষ্টানমোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঐতিহ্যবাহী আক্তাপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রথমবারের মতো একটি ঐতিহাসিক আয়োজন সম্পন্ন হয়েছে।
আক্তাপাড়া গ্রামের যাটোর্ধ্ব মুরুব্বিদের বিশেষ উপহার, বর্তমানে অবস্হানরত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সম্মাননা ও গ্রামের কবর খোড়কদের বিশেষ সম্মাননা উপহার প্রদান অনুষ্টান সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০.০০ ঘটিকায় আক্তাপাড়া যুব সমাজের উদ্যোগে আক্তাপাড়া ইসলামিয়া (ডিগ্রী) ফাজিল মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহসান হাবিব এর সভাপতিত্বে এবং যুব সমাজ আক্তাপাড়া’র সদস্য মশিউর রহমান রাজা এর সঞ্চালনায় বিশেষ সম্মাননা প্রদান অনুষ্টানে আক্তাপাড়া গ্রামের সম্মানিত সকল ষাটোর্ধ্ব মুরুব্বিদের উপহার (টুপি, আতর ও তসবিহ) প্রদান,বর্তমানে আক্তাপাড়া গ্রামে অবস্থানরত প্রবাসীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান, আক্তাপাড়া গ্রামের ১৫ জন কবর খোড়কদের উপহার (পাঞ্জাবি) প্রদান এবং গ্রামে কবর খুড়ার জন্যে সম্পূর্ণ ২ সেট সরঞ্জাম প্রদান করা হয়েছে।
অনুষ্টানে ষাটোর্ধ মুরুব্বিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার ইলিয়াসুর রহমান, আবাব মিয়া, ফজলু মিয়া, আবদাল মিয়া, প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হোসেন, হাবিবুর রহমান সোহাগ, ইকবাল মিয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লেখক মোহাম্মদ আব্দুস শহীদ, জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফেজ আবু খালেদ, সাধারণ সম্পাদক মাস্টার দিলোয়ার হোসেন ও শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
অনুষ্টানে যুব সমাজ আক্তাপাড়া’র পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মোঃ জালাল মাহমুদ, ইমরুল কায়েস, জামিল আল হাসান, মোঃ জুয়েল মিয়া, মোঃ রুহেল মিয়া, মোঃ রমিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আক্তাপাড়া যুব সমাজের সদস্য জনাব জুনেদ মিয়া, মাছুম মিয়া, আখলুছ মিয়া, আবুল হাসনাত টিপু, আনহার আলী, মারজান আহমদ, সাইফুল ইসলাম, তাওহিদ আহমদ, সাখাওয়াত হোসেন টিপু, আল আমিন আহমদ, তানভীর আহমদ, শামীম আহমদ সহ যুব সমাজের সদস্যবৃন্দ ও গ্রামের মুরুব্বিয়ানবৃন্দ প্রমুখ।।