মো. আব্দুল করিম গাজী, ফেনী প্রতিনিধি:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার উন্মেষ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনটির শুভাকাঙ্ক্ষী, প্রবাসী ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম হাজারীর ডোনেশনে ১৮ই জানুয়ারি আলকরা ইউনিয়নের পদুয়া বাজারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে মানবতার উন্মেষ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনটির সহ -সভাপতি- আবু সাঈদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক- ওসমান গণি শাহিন, সাংগঠনিক সম্পাদক- কাজী আরাফাত, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক- হুসাইন আল ফয়সাল, প্রচার সম্পাদক- আব্দুল্লাহ আল মাহাদী সহ প্রমুখ।
ফাউন্ডেশনটির সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত জানান- শীত যেমন গরীবের জন্য কষ্টের, তেমন ধনীদের জন্য পরীক্ষা স্বরূপ। শীতকালীন সময়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করাও ইসলামে অন্যতম ইবাদত। আমরা শুধুমাত্র সে ইবাদতের অংশ হয়েছি।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মানবতার উন্মেষ ফাউন্ডেশনের অগ্রগতি ও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।