মোঃ আবু সঈদ,স্টাফ রিপোটারঃ
শান্তিগঞ্জের পূর্ব পাগলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) ইউনিয়নের দামোধরতপী পয়েন্টে বিকাল ৫ ঘটিকায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাকএ বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নি মাইগ্রেন্টস’ প্রত্যাশা- ২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান অনুষ্ঠিত হয়।
পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজির উদ্দিন। এসময় ব্র্যাক মাইগ্রেশনের শান্তিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, শান্তিগঞ্জ প্রবাসবন্ধু ফোরামে সহ-সভাপতি মাহবুব ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, সদস্য প্রদিপ দাশ, শাহিন আহমদ,আসীম সুত্রধর এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
পটগানের শেষে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন আজির উদ্দিন ও শহিদুল ইসলাম রেদুয়ান।