নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় হত্যাচেষ্টা মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
১২ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী স্টেশন এলাকা থেকে হত্যাচেষ্টাসহ কয়েকটি মামলার আসামি, মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী লেদু ডাকাতের পুত্র আশেক উল্লাহ প্রকাশ ডাকাত আশেক হায়দারকে গ্রেফতার করা হয়।
দেলওয়ার হোসেন স্ত্রী খালেদা বেগম অভিযোগ করে বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি ফাঁসিয়াখালীর মৃত রশিদ মিয়ার পুত্র ভূমিদস্যু শাহেদ ও আরমানের নেতৃত্বে ছাইরাখালী ভরাচর এলাকায় সংগঠিত হত্যাচেষ্টা চালায়।এরই অভিযোগে চকরিয়া থানায় মামলা দায়ের করেন তিনি (খালেদা)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মন্জুর কাদের ভুইয়া জানান, ধৃত আসামীকে আগামীকাল আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হবে।