ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত জসিম উদ্দিন৯দিন পর স্বজনরা১৫লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করেছেন।এছাড়া মুক্তিপণের টাকা পরিশোধ করতে তার স্বজনরা জমি বিক্রি করেন।
বুধবার(০৮জানুয়ারি)রাতে১৫লাখ টাকার বিনিময়ে সেই ছাড়া পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়ার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।তিনি বলেন, বুধবার১৫লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়।তিনি জানিয়েছেন,গত৩০ ডিসেম্বর সোমবার রাত১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করা হয়।রাতে স্বশস্ত্র সন্ত্রাসীরা১৫-২০রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার মাথা নিজ মুদির দোকান থেকে জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যান।অপহরণের পর সন্ত্রাসীদের পক্ষে থেকে৫০লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন ধরনের নিযাতর্ন ও মারধর করে পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠানো হয়।অবশেষে১৫লাখ টাকা মুক্তিপণ দিলে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেন।তার শরীরের বিভিন্ন ধরনের আঘাতে চিহ্ন রয়েছে।তাকে বর্তমানে চট্টগ্রামে নিয়ে একটি ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান তিনি।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন,ভুক্তভোগী পরিবার থেকে মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশকে।তবে থানায় একটি অভিযোগ করেছেন।অভিযুক্তদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরেরও বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯২জনকে অপহরণের ঘটনা ঘটেছে।