যশোর জেলা প্রতিনিধি:
যশোরে আন্ত ক্লাব ভলিবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে খুলনা রেঞ্জাধীন আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা রেঞ্জ কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোঃ নূরুল হাসান ফরিদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। আনসার ও ভিডিপি কার্যালয়, যশোর জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের আন্ত: ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও জেলা কমান্ড্যান্ট, কুষ্টিয়া, মোঃ শফিউল আযম, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট
ফারুক ইসলাম ও যশোর জেলা কমান্ড্যান্ট, মোঃ আল-আমিন সহ প্রমুখ।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদবির সদস্যগণ উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতা উপভোগ করেন ও প্রতিযোগিদের উৎসাহ প্রদান করেন।