বাবা মাওলানা আবুল খায়েরের সঙ্গে হাফেজা সাফিয়্যা।
পবিত্র কোরআন হিফজ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে মাত্র ৯ মাসে পুরো কোরআন শরিফ মুখস্থ করেছে ছয় বছর চার মাস বয়সি সাফিয়্যা বিনতে মুহাম্মাদ আবুল খায়ের। তার অসাধারণ এই সাফল্য মুগ্ধ করেছে তার শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণকে।
রাজধানী ঢাকায় মিরপুরে অবস্থিত মাদরাসাতুস সুফফা থেকে কোরআন মুখস্থ করে সাফিয়্যা। এর আগে একই মাদরাসায় এক বছর কোরআন শরিফ নাজেরা (দেখে দেখে পড়া) পড়ে।
সাফিয়ার শুভাকাঙ্ক্ষী আরজে মামুন চৌধুরী জানান, সাফিয়্যার মা হাফেজা ও আলেমা। তার দিকনির্দেশনায় সাফিয়্যার চার বোন ও দুই ভাই হাফেজ হয়েছেন। তারা সবাই পাঁচ থেকে সাত বছর বয়সে হাফেজ হয়েছেন।
এমন ছোট বয়সে কোরআন মুখস্থ করে সাফিয়্যা এখন একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার এই অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং সমাজের সকলের জন্যও একটি বড় উদাহরণ।
155 Views