স্টাফ রিপোর্টার : মির্জা নাদিম
গাজীপুর টঙ্গীর এরশাদ নগরে গত ২৬ নভেম্বর থেকে থমথমে পরিস্থিতি বিরাজমান করছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে গোলাগুলির মত ঘটনা। উভয় পক্ষের নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এবং যৌথবাহিনির অভিযানে চাঁদাবাজির মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জুলাই বিপ্লবের পরবর্তী সময়েও এরশাদ নগরে চলছে মাদকের রমরমা ব্যবসা। নেই প্রশাসনের উল্লেখযোগ্য কার্যকরী তদারকি। তাছাড়া একের পর এক চাঁদাবাজি দখলদারত্বের মত ঘটনা ঘটছে। তাছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে কিছুদিন পর পর গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় অতিষ্ঠ এরশাদ নগর এলাকার সাধারণ জনগণ।
এরশাদ নগরের বর্তমান পরিস্থিতি নিয়ে ৪৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামাল হোসেন আজাদ সাংবাদিকদের জানান, এরশাদ নগরে মাদকের প্রচলন আছে তা সত্য। মদক নির্মূল নিয়ে আমরা কাজ করে যাবো আগামী দিনগুলোতে আমাদের নেতা আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নির্দেশে। জুলাই বিপ্লব ছাত্রজনতার ত্যাগের ফসল। মাদক সমাজের জন্য ভয়ংকর। আমরা আমাদের নেতা আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নির্দেশে যেকোনো পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবো। গত ২৬ নভেম্বর এরশাদ নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনা নিয়ে যুবদল নেতা কামাল হোসেন আজাদ সাংবাদিকদের জানান, তিনি ২৬ নভেম্বর উত্তরার একটি হসপিটালে তার আত্মীয়কে দেখতে যান। গোলাগুলির ঘটনার সাথে কোন সম্পৃক্ততা নেই । তিনি আরো জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার জন্য ৪৯ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ।