নিজেস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) উদ্যোগে ‘ম্যাপিং আউট ইউর ডিসিশন’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৩১৫ নং কক্ষে এই সেশনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ জনপ্রিয় অনলাইন ইন্সট্রাকটর ও লেখক সাদমান সাদিক পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেমিনারে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মতামত নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেন।
ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, জবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো সাতদিবস ব্যাপী ‘স্টেপআপ এক্সপারটিস ১.০’ শীর্ষক দক্ষতা উন্নয়ণ বুটক্যাম্প আয়োজন করা হয়েছে। আজকের সেশনটি মূলত তারই অংশ। এ প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন সফট স্কিলের সাথে পরিচয় ও তা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে।
সাধারণ সম্পাদক ইরফান হোসাইন বলেন, আমরা এমন একটি প্রোগ্রাম আয়োজন করেছি যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সফট স্কিলের গুরুত্ব বুঝতে শিখবে এবং সেগুলো অর্জনের সঠিক দিক-নির্দেশনা পাবে। আমি বিশ্বাস করি, এই ধরনের কর্মসূচি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং ভবিষ্যৎ পেশাগত জীবনেও প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে দুইশতাধিক রেজিস্ট্রেশনকৃত অডিয়েন্সের পাশাপাশি আরও উপস্থিত ছিলো ক্লাবের প্রেসিডেন্সিয়াল প্যানেল ও এক্সিকিউটিভ বডির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের ফটোগ্রাফী পার্টনার ‘চিত্রাবাজি’।