মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত/নদী খাল পুণঃখনন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সভায় পানি উন্নয়ন বোর্ডের এসও মমিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আকরাম আলী, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি হাজী জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহির, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুবায়ের আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, ইউপি সদস্য মাহবুব আলম তালুকদার, মাসুক আলী , এনজিও প্রতিনিধি আব্দুল হামিদ, এলজিইডির শাহিনুর রহমান শাহিন, পাউবো কমিটির সদস্য নূর মিয়া, এমদাদুর রহমান এমদাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসের সাইদুর রহমান সহ আরও অনেকে।