ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় রাউৎকোনা কামিল মাদরাসায় কামিল শ্রেণির শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরের ঐতিহ্যবাহী রাউৎকোনা কামিল মাদরাসায় কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবিদীনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।

শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সবক প্রদান করেন ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডা. মাওলানা মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাহ উদ্দীন আইয়ূবী।

এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা মফিজ উদ্দিন খান, শিক্ষার্থী ইংরেজি বক্তা খাদিজা আক্তার, শিক্ষার্থী আরবি বক্তা ইসরাত জাহান মিলি, শিক্ষার্থী সাবিহা বিন রামিছা প্রমূখ । আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ওসমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মীর আব্দুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপন করেন মাওলানা মামুনুর রশীদ।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসায় কামিলে ৬০ জন শিক্ষার্থী সবক নিয়েছে। মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাদের বক্তব্যে প্রধান অতিথির নিকট কামিলের পরীক্ষা সেন্টার দাবি করেছেন। প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম তাঁর বক্তব্যে রাউৎকোনা মাদরাসায় কামিল শিক্ষার্থীদের পরীক্ষা সেন্টার দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

317 Views

আরও পড়ুন

ইসলামপুরে আকাশমনি গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

কাপাসিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য জামায়াতের দোয়া মাহফিল

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ