ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কাপাসিয়ায় রাউৎকোনা কামিল মাদরাসায় কামিল শ্রেণির শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরের ঐতিহ্যবাহী রাউৎকোনা কামিল মাদরাসায় কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবিদীনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।

শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সবক প্রদান করেন ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডা. মাওলানা মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাহ উদ্দীন আইয়ূবী।

এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা মফিজ উদ্দিন খান, শিক্ষার্থী ইংরেজি বক্তা খাদিজা আক্তার, শিক্ষার্থী আরবি বক্তা ইসরাত জাহান মিলি, শিক্ষার্থী সাবিহা বিন রামিছা প্রমূখ । আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ওসমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মীর আব্দুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপন করেন মাওলানা মামুনুর রশীদ।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসায় কামিলে ৬০ জন শিক্ষার্থী সবক নিয়েছে। মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাদের বক্তব্যে প্রধান অতিথির নিকট কামিলের পরীক্ষা সেন্টার দাবি করেছেন। প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম তাঁর বক্তব্যে রাউৎকোনা মাদরাসায় কামিল শিক্ষার্থীদের পরীক্ষা সেন্টার দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

18 Views

আরও পড়ুন

মো. সাইফুল ইসলামের কবিতা : প্রত্যাবর্তন

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিবৃতি ইসলামি ছাত্র আন্দোলন জবি শাখার

নাটোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবীকে হত্যার প্রতিবাদে পলাশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বুটেক্স শিক্ষার্থীদের

মৌলভীবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভা

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির এজিএম সম্পন্ন, শারমিন জন্নাত ফেন্সি প্রেসিডেন্ট ও ডাঃ ওম প্রকাশ সেক্রেটারি নির্বাচিত

শান্তিগঞ্জে অর্থনৈতিক শুমারী উপলক্ষে স্থায়ী কমিটির সভা

চকরিয়ার নবাগত ইউএনও আতিকুর রহমানের যোগদান

মহেশখালীতে কলেজ শিক্ষক মাহবুবকে অপহরণ করে হত্যার চেষ্টা।