ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

সিওয়াইবি’র বুটেক্স শাখার নেতৃত্বে রাফি–সৌমিক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণ

Link Copied!

তাওহিদুল ইসলাম শিশির , বুটেক্স সংবাদদাতা

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা তরুণ ভোক্তাদের সংগঠন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পালন করবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আল জাবের রাফি এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক সাহা।

‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ'(সিওয়াইবি) হলো ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা।

বুধবার (১৩ নভেম্বর) ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি-এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র এই কমিটির অনুমোদন দেন। আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের এই কমিটি দায়িত্ব পালন করবে।

উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে ৪৭তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজ্জাদুর রহমান রিফাত ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একই বিভাগের তানজিনা আক্তার দায়িত্ব পালন করবে। একই ব্যাচের সাংগঠনিক সম্পাদক পদে রেদোয়ান উল হক আসিফ (অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ), দপ্তর সম্পাদক পদে সাদিক ফাওয়াজ সামিন (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), অর্থ সম্পাদক পদে তৌহিদুল আমিন রাফি (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অর্পিতা হাসান (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগ), মিডিয়া সম্পাদক পদে রিশাদ আহমেদ (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাফিসা তাবাসসুম (টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগ) দায়িত্ব পালন করবে।

৪৮তম ব্যাচ থেকে কমিটিতে ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক পদে মো. হাসিবুল হাসান (অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ), আইন সম্পাদক পদে মো. রাফি সারোয়ার (টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আলভী আহমেদ (ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) কাজ করবে।

প্রসঙ্গত, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৪টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

15 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার হোসেন

৬ ডিসেম্বর ২০২৪ জেলা দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৪

ইউ‌নিট সভাপ‌তিকে মামলাসহ হয়রানীর প্রতিবা‌দে সমা‌বেশ অনু‌ষ্ঠিত

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে মাদরাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

অপহৃত কলেজ শিক্ষার্থীর মরদেহ মিললো প্রেমিকার প্রেমিকের বাড়ি, গ্রেফতার ৩

শান্তিগঞ্জ উপজেলা সুজন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জেলা খাদ্য কর্মকর্তার তালবাহানা  : জামালপুরে ২০ টন সরকারি চাল জব্দ

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত,দুই কর্মকর্তা বরখাস্ত।

তোমার আলোয় আলোকিত হোক সকল মুসলিম