ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাজশাহীতে নাশকতা মামলায় আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৭ নেভেম্বর) বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) তাকে আদালতে নেয়া হবে।

তুহিন রাজশাহীতে ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরীর রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরো অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন। তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হিসেবে খ্যাত রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও পলাতক।

113 Views

আরও পড়ুন

মৌলভীবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সমন্বয় কমিটির সভা

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির এজিএম সম্পন্ন, শারমিন জন্নাত ফেন্সি প্রেসিডেন্ট ও ডাঃ ওম প্রকাশ সেক্রেটারি নির্বাচিত

শান্তিগঞ্জে অর্থনৈতিক শুমারী উপলক্ষে স্থায়ী কমিটির সভা

চকরিয়ার নবাগত ইউএনও আতিকুর রহমানের যোগদান

মহেশখালীতে কলেজ শিক্ষক মাহবুবকে অপহরণ করে হত্যার চেষ্টা।

ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

কক্সবাজার পৌরসভার সাব‌মে‌রিন ক‌্যাবলে অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে জামায়া‌তের খাবার সামগ্রী‌ বিতরণ

নজরুল-সোহরাওয়ার্দীর ও মোল্লা কলেজের সংঘর্ষ, ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা নিতে ৪০ শিক্ষার্থী

জামায়াতে ইসলামী মাধবপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন

ভ্রমণগল্প: “কক্সবাজারের ২ দিন ২ রাতের সফর–সাধ্যের মধ্যে সবটুকু সুখ”