সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া কলাউজান আদারচর এলাকায় কলাউজজান ব্লাড গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেলো বিভিন্ন ধরনের প্রায় ৩শত জন রোগী।
১ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত পূর্ব কলাউজান আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানা প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন কলাউজান ব্লাড গ্রুপের উপদেষ্টা ডাঃ মোহাম্মদ মোমিনুল ইসলাম ও ডাঃ আসিফ আহমদ (শোভন)। এসময় বিভিন্ন ধরনের আনুমানিক ৩শত জন রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, কলাউজান ব্লাড গ্রুপের এডমিন মো:সাইফুল ইসলাম সাঈদ, মোহাম্মদ শফিকুর রহমান, মোয়াজ্জেম মাহী, তোফায়েল আহমেদ সবুজ, মডারেটর নাজমুস সাকিব, তারেক মনোয়ার,
কার্যকরী সদস্য এরশাদ হোসেন, নুরুল আবছার ও সহ-কার্যকরী সদস্যবৃন্দ।
কলাউজান ব্লাড গ্রুপের এডমিন শফিকুর রহমান জানান, আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানা প্রাঙ্গণে আজকে হিফজ খানার শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন ধরনের প্রায় ৩শত জন রোগীর ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এডমিন এডভোকেট সাইফুল ইসলাম জানান, রক্তদান করতে পারবে এমন অধিক রক্তদাতা সনাক্ত করা হয়েছে এ ক্যাম্পেইন থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া,ক্যান্সার সচেতনতা এবং রক্তদানের উপকারিতা জানিয়ে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়েছে। আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে এলাকাবাসীর যথেষ্ট সাড়া পেয়েছি, সময় স্বল্পতার কারণে অনেকেই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেনি। পরবর্তী এধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প বড় পরিসরে করে এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
এসময় আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজখানার সভাপতি এম ওসমান ফারুক, এডভোকেট আব্দুল জব্বার,সমাজ সেবক কবির আহমদ সিকদার, সাংবাদিক সাত্তার সিকদার,এডভোকেট রিদুয়ানুল করিম, ব্যবসায়ী কায়সার হামিদ, মাষ্টার জাহেদুল ইসলাম, মাষ্টার আলিম ছামাদ, মাষ্টার মোঃ ইউসুফ,প্রবাসী ও সমাজ কর্মী মাইনুদ্দিন হাসান, সাইফুল ইসলাম,দিদার সিকদার,ব্যংকার মোহাম্মদ আবছার, আব্দুর রশিদ,আব্দুস সাত্তার,খাইর আহমদ, হাফেজ মাওলানা ইরফান, হাফেজ মাওলানা আয়াত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।