ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জামালপুর জেলায় গণ অধিকার পরিষদের গন-সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১২:৫২ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুর রহমান রাহাত, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে গণ অধিকার পরিষদের গন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকাল ৪ টার দিকে জামালপুরে জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদ’র  গন-সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু সাবেক ভিপি ও সভাপতি ও গণঅধিকার পরিষদের (জি.ও.পি) নুরুল হক নুর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর) বলেছেন, ‘বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে।

 আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন।

রাশেদ খান মেনন বলেন,আপনারা জানেন স্বৈরাচারী হাসিনা সরকারকে পতন ঘটাতে গণঅধিকার পরিষদের ভূমিকা।আপনারা ছাত্রজনতা রাজপথে থাকুন,দেশটাকে নতুন রুপে তৈরি করুন।

নুরুল হক বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র–জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। 

জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে।

 ‘তাদের জায়গা এখানে হবে না’ মন্তব্য করে নুরুল হক বলেন, রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

ডাকসুর এই সাবেক ভিপি আরও বলেন, ‘যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাব। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

নুরুল হক বলেন, ‘এ আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়াবেন আপনারা। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকি পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

 দেশে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো.রাশেদ খাঁন বলেন

আল্লাহর কাছে মাপ চান, এ দেশের জনগণ আপনাদের মাপ করবে না। খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ও কঠোর অবস্থা নিতে হবে।আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সকলকে একসাথে কাজ করিন।পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনাদের জনমত হচ্ছে গনতন্ত্রে বিশ্বাসী দলগুলো।সুতরাং আপনারা জনগণের পক্ষে থাকুন।

আপনারা জানেন সবকিছুর দাম বাড়ছে,সম্প্রতী বন্যার কারনে সরকার বেশকিছু দাম বাড়িয়েছে।

যমুনার সার কারখানার লুটতারাজের মাধ্যমে আজ বন্ধ হয়ে গেছে।অনতিবিলম্বে এশিয়ার বৃহত্তর স্যার কারখানা চালু করতে হবে।

এ সময় জামালপুর জেলার সকল উপজেলা’র গণ অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

78 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির