রেজাউল হোছাইন মামুন:
কক্সবাজার সদর চৌফলদন্ডী উত্তর পাড়া ইউনিয়ন ৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোছাইন (২৪) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন৷
তার পিতা আবুল হোছাইন ও মাতা মৃত আনোয়ারা বেগম সাদ্দামের খোঁজ পেতে সকলের সহযোগীতা কামনা করেন।
পরিবার সূত্রে জানা যায়,গত ১৯ সেপ্টেম্বর দুুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসে নাই।
সম্ভাব্য সব জায়গাতে খোঁজ খবর নেওয়ার পরও সন্ধান না পাওয়াই তার পরিবারের সদস্যদের দুঃচিন্তায় ফেলে দিয়েছে এবং তারা উদ্বীগ্ন বলে জানান৷
নিখোঁজ সাদ্দামের কয়েক বন্ধু জানান,বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় নতুন মহাল চারা বট্টলায় তাকে দেখা গিয়েছিল। এর পর থেকে তার হদিস পাওয়া যাচ্ছে না।সাদ্দামের ব্যক্তিগত মোবাইলটিও এখন বন্ধ রয়েছে।
কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা 01640700582 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা