ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নেত্রকোনার দুই উপজেলায় শতাধিক গ্রামে পানি, ৩৫০ হেক্টর আমন খেত পানির নিচে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি

গত তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার অন্তত ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নগুলোর অন্তত ১০৫টি গ্রামে পানি উঠেছে। পানিতে প্রায় সাড়ে তিনশ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে।

দুর্গাপুর উপজেলার বড় নদী সোমেশ্বরী, জারিয়ার কংস ও কলমাকান্দার উব্দাখালী নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় আছে। এ ছাড়া কলমাকান্দার মহাদেও, সদর ও বারহাট্টা উপজেলার কংস, মগড়া, খালিয়াজুরীর ধনুসহ বিভিন্ন ছোট-বড় নদ-নদীর পানি বেড়েই চলেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনা কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ রোববার বেলা ১১টার দিকে সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ২৫ মিটার নিচ দিয়ে, কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ৩ মিটার নিচ দিয়ে এবং উব্দাখালীর পানি কলমাকান্দা ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমা ১১ দশমিক ৫৫ সেন্টিমিটার, জারিয়া পয়েন্টে ১০ দশমিক ৫৫ মিটার আর কলমাকান্দা পয়েন্টে ৬ দশমিক ৫৫ মিটার।

পাউবো সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর থেকে ভারতের চেরাপুঞ্জিতে ৭২ ঘণ্টায় ৩৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে, অর্থাৎ গত ৭২ ঘণ্টায় নেত্রকোনার দুর্গাপুর ও জারিয়া ঝাঞ্জাইল স্টেশনে ৬৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এতে জেলার ছোট-বড় সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া শেরপুরের ভোগাই-কংসের পানি জারিয়া এলাকায় কংস নদ দিয়ে কলমাকান্দায় উব্দাখালী নদীতে প্রবাহিত হয়। এতে নদ-নদীগুলোর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া, কাকৈইগড়া, বাকলজোড়া, চণ্ডীগড় ও গাঁওকান্দিয়া; কলমাকান্দার রংছাতি, লেংগুরা, খারনৈ, নাজিরপুর, কৈলাটি, পোগলা, বড়খাপন ও কলমাকান্দা সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ২০০ হেক্টর আমনের খেত ডুবে গেছে। চানপুর-গোবিন্দপুর, কলমাকান্দা-বওরাকোনা, কলমাকান্দা-বিষমপুর, কলমাকান্দা-মনতলাসহ বেশ কিছু সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি উঠেছে।

কৈলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নের বেশ কিছু গ্রামের নিচু এলাকায় ধানখেত পানিতে ডুবে গেছে। বিশেষ করে বেনুয়া, চানকোনা, খলা, সাকুয়া, ইন্দ্রপুর, বিষমপুরসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। পানিতে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যাবে।’

লেংগুরা ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, তাঁর ইউনিয়নটি ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা। শনিবার রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে ভোর থেকে ৩৬টি গ্রামেই পাহাড়ি পানি এসেছে। বালুচরা, জয়নগর, ঘোড়াগাঁওসহ বেশ কিছু এলাকায় সড়ক স্থানে স্থানে ভেঙে গেছে। তবে এসব এলাকার পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও আমন ফসলের প্রচুর ক্ষতি হবে।

এদিকে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার পানিতে প্লাবিত ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের মাঝে তিন টন চাল ও ৩০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেন। আজ সকালেও তিনি কলমাকান্দা উপজেলায় যান।

দুর্গাপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন্যার পানিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫০ হেক্টর খেতের ধান পানির নিচে আছে।

কলমাকান্দা ভারপ্রাপ্ত ইউএনও মো. শহিদুল ইসলাম বলেন, আটটি ইউনিয়নের প্রায় ৬৬টি গ্রামের নিচু এলাকায় প্রায় ২০০ হেক্টর ধানখেতে পানি উঠেছে। তবে পানি দ্রুত নেমে গেলে তেমন ক্ষতি হওয়ার কথা না।

পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। কংস, সোমেশ্বরী, উব্দাখালী, ধনুসহ বড় নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় আছে। দুর্গাপুর ও কলমাকান্দার নিম্নাঞ্চলে পানি উঠলেও ভারী বৃষ্টি না হলে দীর্ঘমেয়াদি বন্যার তেমন আশঙ্কা নেই।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা ও নেত্রকোনা সদর উপজেলার জন্য নগদ ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।

220 Views

আরও পড়ুন

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎