ফটিকছড়ি সংবাদদাতাঃ
চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিম ও সাধারণ সম্পাদক সাবিত চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফটিকছড়ি উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক হিসেবে ছাত্রনেতা মোঃ মাহফুজুল হক এবং সদস্য সচিব হিসেবে মাহমুদুল হাসান ইমন কে দায়িত্ব প্রদান করা হয়।
অনুমোদিত কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সিদ্ধান্ত মোতাবেক এবং এর আওতাধীন হিসেবে গঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাস মেয়াদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুল হক ও সদস্য সচিব মাহমুদুল হাসান ইমন নেতৃদ্বয় কমিটির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আমাদের ওপর শতভাগ আস্থা রাখার ফলশ্রুতিতে আমরা সর্বোচ্চ দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবো। বৃহত্তর ফটিকছড়ির ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার কাজে আমাদের ভূমিকা সব সময় থাকবে। দলের নীতি ও আদর্শকে ব্যাপকভাবে বিকশিত করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। যাতে করে বৃহত্তর এই ফটিকছড়ির প্রতিটি জায়গায় আমাদের দলের আদর্শ দারুণভাবে উজ্জীবিত হয়। এক্ষেত্রে আমাদের ছাত্র অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করবে।
এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে এম. হোসাইন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে এনামুল হক সাকিব দায়িত্ব পেয়েছেন।