মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের তামার ক্যাবল চুরির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৩১ আগষ্ট) দুপুরে নৌবাহিনীর একটি দল বিদ্যুৎ কেন্দ্রের ৪ নং জেটিঘাট থেকে একটি বার্জে ৪০ ফিটের চারটি কন্টেইনারে করে এই ক্যাবলগুলো পাচারের সময় আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরাও রয়েছেন।
নৌ-বাহিনী জানায়, চট্টগ্রামের একটি কোম্পানি ইকবাল মেরিন এই চুরির সাথে জড়িত। তারা অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে এই ১৫ কোটি টাকার ক্যাবলগুলো চুরি করে জেটি ঘাটে নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চুরিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী জড়িত বলে জানা যায়।।
স্থানীয়দের দাবি, এই চুরির ঘটনাটি বিদ্যুৎ খাতে একটি বিশাল ধাক্কা। এতে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞরা জানান, এই ঘটনাটি স্পষ্ট করে যে, আমাদের দেশে দুর্নীতি এবং চুরি এখনও ব্যাপক হারে বিরাজমান। বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের ঘটনা ঘটলে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হয়। দেশের মেঘা প্রকল্প সমুহে অতি দ্রুত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরি।।