এম আই সৌরভ, মাদারীপুর প্রতিনিধি
বিরামহীনভাবে বানভাসি মানুষের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশ অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ, গত কয়েকদিন যাবত ফেনী,নোয়াখালী, কুমিল্লা, খুলনা জেলার প্রতান্ত অঞ্চলে বন্যা দেখা যায়, স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ ও সাবিলুল হুদা ফাউন্ডেশন এর একাধিক টিম, শুকনো খাবার, পানি, ঔষধ ও ডাক্তার সহ বিভিন্ন প্রয়োজন ত্রাণ-সামগ্রী বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সংগঠন এর স্বেচ্ছাসেবীরা।
উক্ত সংগঠনের বিতরণীয় কার্যক্রম এর মধ্যে ছিলো ৫০০ প্যাকেট ত্রান, ৩০০ পিস পানি বিশুদ্ধ করনীয় ঔষধ, ১০০০ হাজার পরিবার কে বিনামূল্যে চিকিৎসা, ৮০০ পরিবার কে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সহ, ২০০ নারী কে স্যানেটারী ন্যাপকিন ( প্যাট) এবং আশ্রয়স্থল প্রকল্পে বাচ্চাদের প্রয়োজনীয় খাবার ও পোশাক বিতরন করা হয়।
স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশের আয়োজনে এসব ত্রান-সামগ্রী বিতরণ করেন, সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জহিরুল ইসলাম(সানি), সহ-সভাপতি ইব্রাহিম খান রিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান আহমেদ রফিকুল ও জাহান্দার আলী জোহান, এবং সর্বাক্ষনিক সহযোগিতার ভুমিকা পালন করেন, সংগঠনটির অন্যতম পরিচালক মোঃ বেলায়েত হুসাইন , সভাপতি এ্যাডঃ নাঈম হাওলাদার ও রক্তদান বিষয়ক সম্পাদক সরোয়ার দর্জী ও ঐশী সহ সংগঠন টির বিভিন্ন শাখা কমিটির আহ্বায়ক’গণ।
এ বিষয় সংগঠনটির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম সানি বলেন স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানেই অসহায় নিপিড়ীত হত-দরিদ্র মূমুষ মানুষের দেখা মিলিবে সেখানেই এই সংগঠন উপস্থিত থেকে কাজ করবে এবং বরাবরের মতো এবারও বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।