দুর্ভোগ
এডভোকেট ইউসুফ আরমান
বন্যার সময় প্লাবিত হয়
শুধু দুর্ভোগ বাড়ে,
অসহায় হয়ে পড়ে সবে
নিজ এলাকা ছাড়ে।
কেবল বাঁধের ওপর গিয়ে
তারা নেয় আশ্রয়,
পানি বন্দি হবার কারণে
ভীষণ কষ্ট হয়।
ভেসে গেল হাঁস মুরগি গরু
ভাসমান লাশ গুলো,
মানুষের আর্তচিৎকার
কিছু ধরতে পারলাম নাকো
বন্যা শেষে মানব মাঝে
ধরবে কত রোগে,
দয়াল বিধি ফেলবে মোদের
কতো আর দূর্ভোগে।
লেখক
এডভোকেট ইউসুফ আরমান
দক্ষিণ সাহিত্যিকাপল্লী
বিজিবি স্কুল সংলগ্ন রোড়
০৬ নং ওয়ার্ড, পৌরসভা
কক্সবাজার সদর।