স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, তেরাব আলী, জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেন, সৈয়দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক শমসের আলী, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, জয়কলস ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান হিমেল খান রুকন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহিদ মিয়া।
আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা সদস্য সমুজ মিয়া, জিএম সাজ্জাদুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম, জালাল মিয়া, নাজির আহমদ, রাজা মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলন আহমদ, সাধারণ সম্পাদক নাইম আহমদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ ও ছাত্রলীগ নেতা বায়েজিদ রহমান অপি সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ৷