সাত্তার সিকদার, লোহাগাড়া চট্টগ্রামঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশ গুলিতে নিহত হওয়া চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ইশমামুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
৮আগষ্ট (বৃহস্পতিবার)সকাল ১০ টায় উপজেলার লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দর্জি পাড়ার পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
ইশমামুল হক(১৭) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল করতে গিয়ে গত ৫ আগষ্ট ঢাকার চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হয় ইশমাম। তৎক্ষণাৎ ইশমামের সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইসিউতে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। আজ সকালে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইশমামের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।