ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ২:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

আশরাফুর রহমান রাহাতঃ জামালপুর প্রতিনিধি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে এক কর্মীর ছুরিকাঘাতে আল শাহরিয়ার ওরফে নীরব (১৯) নামের এক নেতা গুরুতর জখম হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

আহত আল শাহরিয়ার জামালপুর পৌর শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক। তিনি জামালপুর শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে আটক ব্যক্তির নাম তানজীন হাসান (২৪)।

তিনি জামালপুর শহরের শাহপুর এলাকার বাসিন্দা। তিনি নিজেকে জেলা ছাত্রলীগের সদস্য বলে দাবি করেন। কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বলেন, সংগঠনটিতে তাঁর (তানজীন) কোনো পদ নেই।

পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর রেলস্টেশনের সামনে পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলার সময় তানজীন ও আল শাহরিয়ারের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ের ছুরি দিয়ে শাহরিয়ারের পেটে আঘাত করেন তানজীন। পরে পুলিশ সদস্যরা তাঁকে আটক করে থানায় নিয়ে যান।এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বলেন, ‘সমাবেশে আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, তখন পেছনের দিকে কিছুটা হট্টগোল দেখতে পাই। আটক ওই ছেলেই (তানজীন) হট্টগোল করছিল। সেখানে গিয়ে তাকে হট্টগোল থামাতে বলেন শাহরিয়ার। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছেলে (তানজীন) সমাবেশ ছেড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলে নিয়ে আবার সমাবেশের ভেতরে ঢোকে তানজীন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে শাহরিয়ারকে ছুরিকাঘাত করে।’

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর।

আরও পড়ুন

ছাতকের দোলার বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জনসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

চকরিয়ার নতুন ইউএনও শাহীন দেলোয়ারের যোগদান

পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন- নাহিদ ইসলাম

রাজাকারের জন্য আওয়ামী লীগই ভাল ছিল

ট্রাইব্যুনালে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

স্থগিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ট্রাইব্যুনালের কাছে হাসিনার আইনজীবী নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল