ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের পকেটগেট বন্ধ করলো প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল পাঁচটার দিকে সরজমিনে দেখা যায়, হলের পিছনে থাকা পকেট গেটের উপরে তিনদিকে এবং গেটের পাল্লার নিচের পাতের সাথে রড ঝালাই করে আটকে দেওয়া হচ্ছে। প্রকৌশল অফিসের এক কর্মকর্তা উপস্থিত থেকে ঝালাই মিস্ত্রি দিয়ে গেটটি ঝালাই করে বন্ধ করছেন। এসময় এই গেট দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী অনেকেই ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী কে. এম. শরীফ উদ্দিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু হলের পকেট গেট কে ঝালাই করে বন্ধ করে দেওয়ার নির্দেশনা পেয়েছি। প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বলতে পারবো না। তবে প্রক্টর মহোদয়ের নির্দেশ পেয়ে আমরা এই কাজ করেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পকেট গেটগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছে। এতগুলো গেট আসলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নেওয়া কঠিন। এরই প্রেক্ষিতে আমাদের প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে।