আশরাফুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত,
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল,বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল,উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, শার্শা থানা ক্লাবের সহ-সভাপতি আশরাফুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শার্শা উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।