ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুমারখালিতে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ

Link Copied!

তৌফিক হাসান (তানজিম) কুষ্টিয়া

এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন–নির্ঘুম রাত কাটছে নারী-শিশু-বৃদ্ধদের

কুষ্টিয়া কুমারখালীতে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরমধ্যে রাতে ও দিনে তীব্র লোডশেডিংয়ের ভোগান্তি জনজীবনে বাড়তি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে অভিভাবক ও পরীক্ষার্থীরা রয়েছেন দুশ্চিন্তায়।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরাঞ্চলে লোডশেডিং মোটামুটি সহনীয় হলেও গ্রামাঞ্চলে প্রতিদিন বিদ্যুৎহীন থাকতে হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত। এ অবস্থায় চরম ভোগান্তি পাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা চরম কষ্টে দিন পার করছেন। বিদ্যুৎ না থাকায় নির্ঘুম রাত কাটছে তাদের

কুমারখালী যদুবয়রা এলাকার বাসিন্দারা বলেন, রাত-দিন মিলে অন্তত ছয় থেকে আটবার লোডশেডিং হচ্ছে। প্রতিবার এক ঘণ্টা পর আসছে।

চৌরঙ্গী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লাল মোহাম্মদ বলেন, আমাদের এখানে বিদ্যুৎ মোটেও থাকছে না। এদিকে কলেজে একাদশ শ্রেণির ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা খুব কষ্ট পাচ্ছে। আবার ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। বিদ্যুতের এ অবস্থা থাকলে ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন তিনি। এইচএসসি পরীক্ষার্থী আফসানা বন্যা বলেন, বিদ্যুৎ না থাকার কারণে চার্জার লাইট অথবা অন্য সামান্য আলোতে পড়তে হচ্ছে। এতে চোখের উপর খুব চাপ পড়ছে।

অপর পরীক্ষার্থী তানিয়া আফরোজ বলেন, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ অতিথির মতো যায় আর আসে। রাতের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। একবার বিদ্যুৎ গেলে এক ঘণ্টার বেশি সময় পরে আসে। এভাবে চলতে থাকলে আমাদের ফলাফল ভালো নাও হতে পারে।

যদুবয়রা ইউনিয়নের চেয়ারম্যান, মিজানুর রহমান মিজান, জানান কুমারখালী শহর অঞ্চলে নিয়মিত দিনে পাঁচ থেকে সাতবার বিদ্যুতের লোডশেডিং চলছে। এর চেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে গ্রামগঞ্জে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন যদুবয়রা গ্রামের গ্রাহক ও জয় বাংলা বাজারের ওষুধ ফার্মেসী, দোকানী বি এম আব্দুল ওয়াল জানান, রাতে বিদ্যুৎ আসা যাওয়ার সঠিক কোনো হিসাব নেই। আধা থেকে এক ঘণ্টা বিদ্যুৎ স্থায়ী থাকে। গার্মেন্টস ব্যবসায়ী বাদশা ইসলাম জানান, বিদ্যুতের লোডশেডিং এ সাধারণ জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে ব্যবসাপ্রতিষ্ঠানে ঠিকমতো বসতে পারছি না।

52 Views

আরও পড়ুন

শার্শায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন ইউএনও নয়ন কুমার

সর্বাত্মক কর্মবিরতিতে বুটেক্স শিক্ষকরা

কবি আসাদ বিন হাফিজের ইন্তেকাল

বুটেক্সের আইপিই বিভাগে নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা

নরসিংদীর কৃতিসন্তান চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলেন

চাকরীচ্যুত ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ

নরসিংদীতে গ্লোবাল টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি ছেড়ে আ.লীগে যোন দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান!!!

মহেশখালী উপজেলা পরিষদ ভবনে ঢাকনা বিহীন সেপটিক ট্যাঙ্ক! দুর্ঘটনার আশঙ্কা।

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি

শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর. পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান উপস্থাপনা ও জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে ২য় হওয়ায় সাইয়ারাকে আদর করলেন প্রতিমন্ত্রী রিমি