বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
হযরত শাহসুফি মৌলভী আবুল খায়ের নকশবন্দি (রাহ.) এর ওফাত দিবস উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল সোমবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়াস্থ খায়ের মনজিল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন দরবার পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা কামাল মানিক।
এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বাবুল। দরবার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামসুল করিম লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ লোকমান চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রফেসর শেফায়েত হোসেন, সাংবাদিক মো. ফারুক ইসলাম, বোয়ালখালী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হাছান মনছুর, বাউল মোজাহেরুল ইসলাম, আবুল হাসেম চৌধুরী, মো. গিয়াস উদ্দিন কন্ট্রাক্টর, কাজী এয়াকুব, মোহাম্মদ সেলিম ডেইজী বড়ুয়া, ফিরোজ উদ্দিন মিন্টু, মো. পারভেজ ইসলাম লিটন প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহদ্দারপাড়া বায়তুল করম জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন আলকাদেরী।