মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামে খাস ভূমিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
ঘটনাস্হলে উপস্হিত স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার তেহকিয়া গ্রামে আতাউর রহমান পক্ষ এবং নুর আলম ও সাদিকুর রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি খাস পতিত রকম ভূমির দখল নিয়ে দ্বন্ধ চলে আসছিল। উক্ত ভূমিকে কেন্দ্র করে দ্বন্ধ নিরসনে আজ শনিবার (৩০ শে মার্চ) সকাল ১১ ঘটিকায় এলাকাবাসীর সমন্বয়ে তেহকিয়া গ্রামে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে এক পর্যায়ে তুমুল সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সালিশ ব্যক্তিত্ব শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও আংগুর মিয়া সহ ও দুই পক্ষের ২৮ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন আছেন। সংবাদ পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে ছুটে যান এবং উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্হলে ছুটে আসেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী হাওররত্ন আলহাজ্ব এম এ মান্নান এর সুযোগ্য পুত্র সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভি, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,
উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া, ইকবাল হোসেন,রোকনুজ্জামান রোকন,
এডভোকেট নুর আলম। সংঘর্ষ কালীন সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান,ইউপি সদস্য মাহবুব ইসলাম, সালিশ ব্যক্তিত্ব আব্দুল আউয়াল সহ অনেকেই।
এলাকাবাসী উক্ত ঘটনায় হতাশা ব্যক্ত করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানা পুলিশের এস আই মোহন রায় বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে য়াই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনা পরবর্তী সময়ে কেহ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে তাহার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।