ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

একক অভিনয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলো প্রবাল শিল্পী গোষ্ঠীর মুদাববিরুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ মার্চ ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

Link Copied!

মুসা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজার:

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত শিক্ষার্থী মুদাববিরুল ইসলাম একক অভিনয়ে “সেরাদের সেরা” জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (১ম থেকে ৮ম শ্রেণী) “ক” গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (৪ মার্চ-২৪) সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত সেরাদের সেরা-২০২৩ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার (জাতীয় পর্যায়ে অডিশন) গ্র্যান্ড ফিনাল সম্পন্ন হয়।

গার্লস গাইড হাউস মিলনায়তনে সসাস পরিচালক আহমেদ তৌফিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতিমান সাহিত্যিক কবি মোশাররফ হোসেন খান, বিশিষ্ট সুরকার ও গীতিকার আবু তাহের বেলাল, বিশিষ্ট নাট্য অভিনেতা মুনিরুল ইসলাম। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অভিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেছেন জাকারিয়া হাবিব পাইলট, মির্জা তারেক, তাহসিন সকাল।

এতে সারা বাংলাদেশের জাতীয় মানের সকল প্রতিযোগিদের পিছনে ফেলে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ক্ষুদে অভিনেতা মুদাববিরুল ইসলাম। প্রবাল শিল্পী গোষ্ঠীর অভিনয় বিভাগের প্রশিক্ষক, সাবেক সহকারী পরিচালক ও থিয়েটার বিভাগের সাবেক পরিচালক আবু তৈয়ব আজাদ রচিত “নিরাপদ সড়ক চাই” অভিনয় পরিবেশন করে এই কৃতিত্বপূর্ণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেন। চুড়ান্ত বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত অভিনয় রচয়িতা নিজেই ধরাবাহীক ভাবে ভূমিকা পালন করে এসেছেন।

এদিকে প্রবালের সদস্য মুদাববিরুল ইসলাম অভিনয়ে চ্যাম্পিয়ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে ও কৃতি অভিনেতাকে অভিনন্দন জানান প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান আব্দুল মজিদ আরমান, ভাইস চেয়ারম্যান ও প্রবালের প্রতিষ্ঠাতা পরিচালক মুসা ইবনে হোসাইন বিপ্লব, পরিচালক মো. আবদুল গফুর।
আরো অভিনন্দন জানিয়েছে, বিশিষ্ট সুরকার ও গীতিকার শিল্পী শোয়াইব বিন হাবীব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলমগীর খান সম্রাট, প্রবালে সাবেক পরিচালক ও কক্সবাজার অনির্বান শিল্পী গোষ্ঠী পরিচালক শিল্পী মিনার উদ্দিন, চট্টগ্রাম পাঞ্জেরী ও কক্সবাজার প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক হুমায়ুন কবির পারভেজ, প্রবালের সাবেক পরিচালক আরমান মাহমুদ, প্রবালের সহকারী পরিচালক ইয়াসিন আরাফাত ও মুর্শেদ মিয়া প্রমুখ।

সবাই তার উত্তরোত্তর সফলতা কামনা করে আগামীর দিনগুলোতে এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন। উল্লেখ, চ্যাম্পিয়ন বিজয়ী অভিনেতা মুদাববিরুল ইসলাম বাংলাদেশের মার্শাল আর্ট তায়কোনদো এর সর্বকনিষ্ঠ তম ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ১ম ড্যান হয়েছিলো। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের বর্তমান ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। মুলত এই প্রতিযোগিতা শুরু হওয়া কালীন সময় (গত বছর-২০২৩) মুদাববির ৫ম শ্রেণীতে ছিলো। যা বিলম্ব হওয়ার কারণে ২০২৪ এসে গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হয়।

412 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!