বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা :
বোয়ালখালী সিরাজুল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শিল্পপতি আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকেন। আমার পিতা মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী আমৃত্যু জনকল্যাণমূলক কাজ করে গেছেন। তাই মৃত্যুর এতো বছর পরেও তিনি মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছেন।
গত সোমবার সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজের গেটে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম সিরাজুল ইসলামের নবনির্মিত ম্যুরাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক গৌতম রায়, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, শিক্ষক প্রতিনিধি রিন্টু কান্তি দাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন টিপু, সাজিয়া বেগম সাদা, মোরশেদ আনোয়ার, শাহেদা বেগম, জয়নাল আবেদীন প্রমুখ।
এ সময় দোয়া ও মোনাজাত শেষে মরহুম সিরাজুল ইসলামের ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।